1. admin@esomoy.com : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:২৫ অপরাহ্ন

কুড়িগ্রামে ডেঙ্গু রোগী শনাক্ত ৬১ জন

বিপুল রায়
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রির্পোটারঃ কুড়িগ্রাম জেলায় ডেঙ্গু ক্রমেই প্রকট আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন শনাক্ত হয়ে জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। সচেতনতার অভাবে লাফিয়ে লাফিয়ে বাড়িতে পারে ডেঙ্গু রোগী।

 

জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত আট রোগীর মধ্যে ৪ জন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৬ জন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৫১ জন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রসহ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। অধিকাংশ রোগীদের মধ্যে ঢাকা থেকে এসেই জ্বরে আক্রান্ত হয়ে পড়ছেন বলে জানান তিনি।

 

 

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে গত তিন দিন ধরে চিকিৎসা নেওয়া আবু বক্কর সিদ্দিক বলেন, ‘গত সোমবার আমি কুড়িগ্রাম হাসপাতালে আসি। প্রথমে হালকা জ্বর ছিলো পরে পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে।

 

 

 

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. মঈনুদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের দুটি ওর্য়াডে ১০ শয্যাবিশিষ্ট ডেঙ্গু কর্নারে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি পরামর্শ দেওয়া হচ্ছে।

 

এদিকে হাসপাতালের ডেঙ্গু কর্নারে গিয়ে দেখা যায়, কর্তব্যরত চিকিৎসকরা রোগী দেখা শেষ করে চেম্বারে গিয়ে বসলেই ডেঙ্গু আক্রান্ত রোগীরা মশারী খুলে ফেলছেন। কেউ কেউ বেডের উপর বসে আত্বীয়-স্বজনদের সঙ্গে খোশ গল্পে মেতে উঠছেন। রোগ নিয়ে কোনো সচেতনতা লক্ষ্য করা যায়নি।

 

 

এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা.আতিকুর রহমান সমকালকে বলেন দায়িত্বে থাকা প্রত্যেক নার্সকে এ বিষয়ে সর্তক করা হয়েছে। তবে রোগীদের আরও সচেতন হওয়া দরকার।

 

 

 

সা/মি এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It