স্টাফ রির্পোটারঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৮ জুলাই ২০২৩ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন অনন্তপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ মল্লিক মিয়া (৪২) এর বসত বাড়ীর গোয়াল ঘরে বিশেষ কায়দায় রক্ষিত ৮ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও গত ১৭ জুলাই ২০২৩ তারিখ ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম কুড়িগ্রাম থানার পাঁচগাছি ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ও ০৯ বোতল অফিসার চয়েজ (বিদেশি মদ) উদ্ধার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Leave a Reply