স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলার পিটিআই হলরুমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইউএসএআইডি এর এসো শিখি প্রকল্পের আয়োজনে জেলা অবিহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-০১) শাহ রেজওয়ান হায়াত, অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ইউএসএআইডি বাংলাদেশের ডেপুটি মিশন ডিরেক্টর (অ্যাক্টিং) মিস সোনিয়া রেনল্ডস কুপার।
উক্ত কর্মশালার সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
উক্ত কর্মশালায় আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইউএসএআইডি এর এসো শিখি প্রকল্পের মাধ্যমে কিভাবে প্রথমিক শিক্ষার মান আরো উন্নয়ন করা যায় সেসকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এম.চৌ:/এসময়
Leave a Reply