1. admin@esomoy.com : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন

কৈখালী ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে জেলে কার্ডের চাউল বিতরণ শেষ করলেন চেয়ারম্যান আঃরহিম

রাকিবুল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধিঃ 
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদে উৎসব মুখর পরিবেশে জেলে কার্ডের চাউল বিতরণ শেষ করেছে চেয়ারম্যান আব্দুর রহিম। সুন্দর পরিবেশে চাউল নিতে পেরে জেলেরা খুবই আনান্দিত। পহেলা জুন থেকে মাছের প্রজনন মৌসুমে ৬৫ দিনের জন্যে সুন্দরবনে প্রবেশের সকল ধরনের পাশ বন্ধ থাকায়। সরকারের পক্ষ থেকে প্রতিটা জেলের জন্যে ৮৬ কেজি চাউল বরাদ্দ করা হয়। সেই ধারাবাহিকতায় কৈখালী ইউনিয়ন পরিষদে গত ৬জুন থেকে চাউল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ১০০৫জন জেলের মাঝে প্রথম ধাপের ৫৬কেজি করে চাউল বিতরণ শেষ করেছে উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। চাউল নিতে আসা জেলে শফিকুল ইসলাম বলেন, আমরা এই প্রথম সরকারি নিয়ম অনুযায়ী চাউল নিতে পেরেছি আমাদের কৈখালীীী ইউনিয়ন পরিষদ থেকেে আনান্দের সাথে চাউল নিতে পেরেছি এবং চেয়ারম্যান নিজে দাড়িয়ে থেকে চাউল মেপে দেছে।আরেক জেলে নুরুজ্জামান গাজী সহ একাধিক জেলে বলেন, জেলে কার্ডের চাউল নিতে আসলে অনেক ভোগান্তি পোহাতে হয়। কিন্তু এই চেয়ারম্যানের সময় সচ্ছ ভাবে চাউল বিতরণ করছে। যারা প্রকৃত জেলে তারা চাউল পাচ্ছে। আমরা খুব ভালো ভাবে চাউল নিতে পেরেছি। এ বিষয় কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, আমি সরকারি নিয়ম মেনে চাউল বিতরণ করেছি। কোন জেলেকে চাউল কম দেইনি। এই কোন ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে চাউল বিতরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It