1. admin@esomoy.com : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন

গৌরনদীতে পরিত্যক্ত বসত ঘরে রহস্যজনক বিস্ফোরণ- গুরুত্বর আহত যুবক

গাজী আরিফুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বরিশাল ব্যুরোঃ বরিশালের গৌরনদী উপজেলার পৌরসভার গোবর্ধন এলাকায় আওয়ামী লীগ নেতার পাশের ঘরে রহস্যজনক বিস্ফোরণে রিফাত নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত রিফাত বরিশাল নগরীর সাধুর বটতলা এলাকার সোহেল মৃধার ছেলে।

 

পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান শামীমের চাচাতো ভাই নাজমুল সরদারের পরিত্যক্ত টিনের ঘরে রোববার ( ৯ জুলাই ) বিকেলে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে বিকালেই আশংকাজনক অবস্থায় রিফাতকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত রিফাত বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সে আহত হয়। এতে তার সমস্ত শরীর ঝলসে গেছে। দমকল ইউনিটের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

 

আহত রিফাতের পরিবারের এক সদস্য বলেন, ঈদের ছুটি শেষে বাড়ি থেকে বিদায় নিয়ে মাদারীপুরের কালকিনি এলাকায় তার কর্মস্থল দোকানে যায়। পরে মোবাইলে জানতে পারে যে রিফাত গুরুতর আহত হয়েছে। তবে কীভাবে আহত হয়েছে তা জানতে পারেননি। হাসপাতালে আসার পর রিফাত তাদের জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সে আহত হয়েছে।

 

শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন বলেন, রিফাত জানিয়েছে সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে। তার পুরো শরীর ঝলসে যাওয়ায় সার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে।

 

এবিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আফজাল হোসেন জানান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমের ঘরের পাশে পরিত্যক্ত টিনের ঘরে বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় আহত যুবককে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সিলিন্ডার ও বিস্ফোরকসহ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It