1. admin@esomoy.com : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন

জনস্থানে নারীর নিরাপত্তা সচেতনতায় যশোরে ক্যাম্পেইন

মালিক উজ জামান
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধিঃ জনস্থানে নারীর নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে যশোরে রোড শো, সংলাপ ও পথনাটক হয়েছে। দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে সমাপনী দিনে মণিহারের সামনে বিতর্ক, সংলাপ ও পথনাটকের সমন্বয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন হয়।

 

 

 

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সিআরআই তরুণ-তরুণীদের প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সঙ্গে যৌথ উদ্যোগে এ কার্যক্রমের স্থানীয় সহযোগী হিসেবে ছিল স্বপ্ন দেখো ফাউন্ডেশন। এছাড়া ক্যাম্পেইনে সহযোগিতায় আছে এশিয়া ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন, এসবিকে ফাউন্ডেশন এবং ভ্রমণ কন্যা ট্রাভেলটস।

 

 

 

নারী সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ‘জনস্থানে নারীর নিরাপত্তা’ ক্যাম্পেইনের রোড শো শুক্রবার ঢাকা থেকে যশোরে এসে পৌঁছায়। ইয়াংবাংলার ও ভ্রমণকন্যা ট্রাভেলটসের আয়োজনে এ রোড শো ক্যাম্পেইনটি চার ধাপে সমগ্র বাংলাদেশে অনুষ্ঠিত হবে। কার্যক্রমের প্রথম রুট ঢাকা-যশোর এর উদ্দেশ্যে ৪৫ জন নারী বাইকারের একটি দল ঢাকা থেকে যাত্রা শুরু করে পদ্মা সেতু হয়ে যশোর আসে।

 

 

ফরিদপুরের ভাঙ্গা এবং নড়াইলে তারা যাত্রা বিরতি করে। শনিবার সকালে ক্যাম্পেইনে ঢাকা থেকে আগতরা পথনাটকে অংশ নেওয়ার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা বন্ধে নানা দিক নির্দেশনা মূলক বক্তৃতা করেন।

 

 

এস এম /এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It