নড়াইল প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের একদফা বাস্তবায়ন ও বিএনপির নৈরাজ্য ঠেকাতে নড়াইলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের “তারুণ্যের জয়যাত্রা ” শীর্ষক কর্মি সমাবেশঅনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৪ জুলাই বিকালে নড়াইল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নড়াইল সদর উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিরআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন।
নড়াইল সদর উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিনা মরফিদুল হাসান শিল্পী এর সভাপতিত্বে কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোঃ শাহিনুর আহম্মেদ,নড়াইল জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান, যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, যুগ্ম আহবায়ক অ্যাডঃ গাউসুল আজম মাসুম, যুগ্ম আহবায়ক মোঃ মাফুজুর রহমান, নড়াইল পৌর যুবলীগের সভাপতি মোঃ বিপ্লব বিশ্বাস বিলো,সাধারন সম্পাদক সরদার আলমগীর হোসেনসহ যুবলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের একদফা বাস্তবায়ন ও বিএনপির নৈরাজ্য ঠেকাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাঠে থাকবে।
Leave a Reply