1. admin@esomoy.com : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন

বগুড়ায় র‍্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেফতার

শাহিন
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র‍্যাবের অভিযানে অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃত আসামির নাম সাইমুন ইসলাম রিফাত (২২)। তিনি সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকার শরিফুল ইসলামের ছেলে।

 

 

রোববার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

এর আগে গত ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে সারিয়াকান্দি উপজেলার মন্ডলবাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসলে অজ্ঞাত কয়েকজন চাকু দেখিয়ে তাকে মোটরসাইকেলে উঠিয়ে নেয়।

 

 

এরপর তারা রাকিবুলের বাড়িতে ১ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এছাড়াও টাকা না দিলে রাকিবুলকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় অপহরণকারীরা।

 

 

রোববার দুপুরে র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত রাকিবুলের দাদী ৮ সেপ্টেম্বর সারিয়াকান্দি থানায় অভিযোগ দিলে অপহরণকারীদের ধরতে পুলিশ অভিযানে নামে। একপর্যায়ে সাদনান ইসরাক স্বাধীন নামে অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। আসামি সাদনান তখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপর সহযোগী সাইমুন ইসলাম রিফাতের নাম বলে।

 

 

এরপর র‍্যাবের একটি চৌকস টিম মামলার অপর আসামি রিফাতকে গ্রেফতারের অভিযানে নামে। একপর্যায়ে শনিবার দিবাগত রাতে শাজাহানপুরের মাঝিরা থেকে পলাতক আসামি রিফাতকে গ্রেফতার করে র‍্যাব।

 

 

র‍্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতারকত আসামিকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

 

এস এম /এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It