1. admin@esomoy.com : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৩০ অপরাহ্ন

বগুড়ায় সেই ২৩ শিক্ষার্থী অবশেষে আইসিটি বিষয়ে উত্তীর্ণ

শাহিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় রেজাল্ট শীটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না করায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় ফেল করে। অবশেষে সেই ২৩ শিক্ষার্থী আইসিটি বিষয়ে উত্তীর্ণ হয়েছে।

 

 

 

এর আগে, কাহালু উপজেলা সদরের ওই বিদ্যালয় থেকে গত ৩০ এপ্রিল রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে ১০৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবসায় শিক্ষা বিভাগের ২৩ জন শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশ নিলেও তাদের ব্যবহারিক পরীক্ষার নম্বর যথাসময়ে কেন্দ্র সচিব শিক্ষা বোর্ডে পাঠায়নি। এ কারনে ওই শিক্ষার্থীদের ফেল করে দেয়া হয়।

 

 

 

এ বিষয়ে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ.এম.এ. সালাম বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের বিধি অনুসারে নম্বরপত্র না পাঠানোর কারণে ২৩ জন ছাত্র এসএসসি পরীক্ষায় ফেল করে। তবে এটা তার উদাসীনের কারণে এমন ঘটনা ঘটেছে।

 

 

 

আজ নতুন করে ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৩ জন ছাত্রের মধ্যে ১৮ জন সকল বিষয়ে পাস করেছে। ১ জন এ জিপিএ-৫ এবং বাকিরা বিভিন্ন গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। ৫ জন শিক্ষার্থীর অন্য বিষয়ে ফেল আছে। এছাড়া গণিত বিষয়ে ৩ জন, বিজ্ঞান বিষয়ে ১ জন, বাংলা বিষয়ে ১ জন ফেল করেছে। এই মোট ৫ জন ফেল করেছে। তবে আইসিটি বিষয়ে ২৩ জনের সবাই পাশ করেছে।

 

 

সা/মি এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It