বিশেষ প্রতিনিধিঃ বরিশালের হিজলায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের চতুর্থ পর্যায়ের ১৬৮ টি পরিবারকে দুই শতাংশ জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ ও অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল মোঃ সোহেল মারুফ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, নাজমা বেগম, হিজলা থানা পুলিশ পরিদর্শক দীপঙ্কর, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান শিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভূমি মুমতাহসিন তাসনিম রহমান অনিদ্র।
চতুর্থ পর্যায়ে যারা ঘর পেয়েছেন তাদের মধ্যে রয়েছে বেদে পরিবারসহ নানা শ্রেণীর অসহায় দুস্থ পরিবার। তারা ঘর পেয়ে আনন্দে আপ্লুত।
Leave a Reply