বুঝলাম যখন ভালোবাসো
মল্লিকা পারভীন
অনেক জানতে চাওয়ার পর
যখন তুমি আমাকে জানালে
সত্যিই তুমি আমাকে নিয়ে
উদার মনে বিস্বস্ততার হাত বাড়িয়ে
অফুরন্ত ভালোবাসা নিয়ে আছো দাঁড়িয়ে
কত ভাবনা আর সুচিন্তার অধিকারে।
কখন কিভাবে কোন পথে
কাটাবো আমি জীবন ভবিষ্যতে
তোমার না বলা হৃদয়ের ভাষা
আমাকে মুগ্ধতায় তুলেছে ভরে
তোমাকে ভুলিবো কি করে?
তুমি আছ আমার হৃদয় খাচায় বন্ধি হয়ে
আরো থাকবে তুমি যুগ যুগ ধরে
আমায় ভালোবাসো জানতে পেরে
ডানা মেলে উড়তে ইচ্ছে করে।
কখনো বা প্রজাপতির সাত রঙে রাঙিয়ে
হারিয়ে ফেলি এই আমি নিজেকে
তুমি আমাকে ভালোবাসো বলে।
লেখিকা- মল্লিকা পারভীন
এম.চৌ:/এসময়
Leave a Reply