মানিকগঞ্জ: “জেন্ডার সংবেদনশীল আচরণ করি, নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক নিয়ন্ত্রিত মানিকগঞ্জ সদর চরমত্ত, মকিমপুর প্রত্যয় ও একতা কিশোরী ক্লাব,সিংগাইর উপজেলার আঙারিয়া,বিনোদপুর,পাছপাড়া থেকে অঙ্কুর,আলোর দিশারি, কনকলতা ও বকুল ফুল কিশোরী ক্লাব এবং কমিউনিটি পর্যায়ের একদল উদ্যমী কিশোরীরা।
নারীর ক্ষমতায়নে ও নেতৃত্ব বিকাশে জাতীয় স্মৃতিসৌধ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জ্ঞান দক্ষতা বৃদ্ধিতে নিজেদেরকে শানিত করার প্রত্যয় করেন।
অভিজ্ঞতা বিনিময়ে মারুফা আক্তারের সভাপতিত্বে ও
অনামিকা সরকারের নির্দেশনায় জাতীয় স্মৃতিসৌধ ও জাবি ক্যম্পাস পরিদর্শন করা হয়।
জাবি ক্যম্পাসের চারু ও কারুকলা বিভাগ চত্বরে সংক্ষিপ্ত পরিচিতি ও অভিজ্ঞতা বিনিময়ে উপস্থিত ছিলেন চারু ও কারুকলা বিভাগের শিক্ষক অধ্যাপক শামীম রেজা। একসময় আরও উপস্থিত ছিলেন জাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো.ফাহিম হোসেন, বারসিক কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার, বারসিক হিসাব রক্ষক নিতাই চন্দ্র দাস, বারসিক কর্মকর্তা কমল চন্দ্র দত্ত, মো.নজরুল ইসলাম, তপন সাহা,রিনা আক্তার, আছিয়া আক্তার, ঋতু রবি দাস প্রমুখ।
জাবি ক্যম্পাসের কলা ভবন,টিএসসি, ওয়াজেদ মিয়া বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন অভিজ্ঞতাময় স্থান পরিভ্রমণ করে সকলেই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণমুক্ত সাংস্কৃতিক চেতনায় উজ্জীবিত হয়ে নারীবান্ধব বহুত্ববাদী সমাজ বিনির্মানের প্রত্যয় ব্যক্ত করেন।
এম.চৌ:/এসময়
Leave a Reply