দলটা যে বার্সেলোনা। সব ট্রফির জন্যই তাঁরা লড়াই করে যাবে শেষ পর্যন্ত। না হলে কি গত দশ বছরের মধ্যেই দু-দুবার ‘ট্রেবল’ সম্ভব! এবার কোপা ডেল রে শেষ আটে সেভিয়ার কাছে প্রথম লেগে ২-০ গোলে হেরে শেষ আট থেকেই বাদ পড়ার শঙ্কা জেগেছিল টানা চারবারের চ্যাম্পিয়নদের। লা লিগা আর চ্যাম্পিয়নস লিগকে গুরুত্ব দিতে গিয়ে কোপা ডেল রে নিয়ে আগ্রহ কম বার্সেলোনার, এমন কথাও শোনা যাচ্ছিল। মেসিকে কেন বিশ্রাম দেওয়া হয়েছিল প্রথম লেগে তা নিয়েও কম কথা শুনতে হয়নি বার্সা কোচকে। তবে ফিরতি লেগের ফলই বলে দিচ্ছে কোনো টুর্নামেন্টকেই ছোট করে দেখে না বার্সা। সেভিয়ার মতো দলকে ৬-১ গোলে হারানো কি চাট্টিখানি কথা!
কাল ফিরতি লেগ জিতে মেসি বলেন, ‘এটা বলা হচ্ছিল যে কাপের আশা ছেড়ে দিয়েছি বা এটি নিয়ে আমাদের আগ্রহ নেই। বার্সেলোনায় আমরা সবকিছুর জন্য লড়াই করি। ’ এই ম্যাচ দিয়ে কোপা ডেল রে-তে গোলের ‘ফিফটি’ তুলে নিলেন মেসি, ‘গোলটি করার আগে আমি কয়েকটা সুযোগ মিস করেছি। কিন্তু ওরা কাজ সেরে রেখেছে এবং আমার গোলটা যখন হয়, তাঁর আগেই সব নির্ধারণ হয়ে গিয়েছে। দল অসাধারণ খেলেছে এবং আমরা পরের রাউন্ডে উঠে গেছি।’
Leave a Reply