জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নীলফামারী জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
নীলফামারী প্রতিনিধিঃ
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সারাদেশের ন্যায় নীলফামারীতেও জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এর নিকট প্রধানমন্ত্রী বরাবর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নীলফামারী জেলা শাখা এ স্মারকলিপিটি প্রদান করে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালী শাহ, সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু, মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি আবু হাসান, মাতৃছায়ার জেলা প্রতিনিধি আব্দুর রশিদ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়াম, সমাজ সংবাদের জেলা প্রতিনিধি নুরল আমিন, স্বদেশ প্রতিদিন ও দৈনিক গনকন্ঠের জেলা প্রতিনিধি নাজমুল হুদা, স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি আব্দুল মালেক, নীল চোখের প্রতিনিধি রানা আহমেদ, আলোকিত একাত্তর জেলা প্রতিনিধি উজ্জ্বল আহমেদ, আইন বার্তার জেলা প্রতিনিধি হারুন অর রশিদ এসময় উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালী শাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও আলোচনা সভার সঞ্চালক এন.এম হামিদী বাবু, সহ-সভাপতি আব্দুর রশিদ ।
এসময় বক্তারা প্রধানমন্ত্রীর নিকট দ্রুত জাতীয় গণমাধ্যম সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।
Leave a Reply