1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ন

প্যারিসে বসবাস করেও চাকুরী করেন ব্রাহ্মণবাড়িয়ায়

মোঃ আব্দুল হান্নান
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সানজিদা আক্তার কাগজেপত্রে বাংলাদেশের নবীনগরে চাকুরী করলেও দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে থাকার অভিযোগ রয়েছে।

নবীনগর উপজেলার বিদ্যাকুট পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ৭ জন। এর মাঝে ২০১২ সালের ২৯ জানুয়ারি এই বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করা সানজিদা আক্তার প্রভাব খাটিয়ে বেশিরভাগ সময়ই স্বামীর সঙ্গে ফ্রান্সে বসবাস করেন। চলতি বছরের পহেলা জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে এক মাসের ছুটি নিয়ে ফ্রান্সে যান তিনি।এক মাসের ছুটি শেষ হলেও ফ্রান্স থেকে দেশে না ফিরে পুনরায় দূতাবাসের মাধ্যমে ৭ মে পর্যন্ত আরো তিন মাসের ছুটি বৃদ্ধি করেন তিনি। কিন্তু ৮ মে পর্যন্ত ও বিদ্যালয়ে উপস্থিত হননি তিনি।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতায় ২০২১ সালে দীর্ঘদিন অনুপস্থিত থাকার ছুটিও কৌশলে মঞ্জুর করে নিয়েছে বলে জানা গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে চলে যাওয়ায় ও সহকারী শিক্ষিকা সানজিদা আক্তার ফ্রান্সে থাকার কারনে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যহত হচ্ছে। এতে বিদ্যালয়টিতে শিক্ষার মানও নষ্ট হতর চলেছে।

বিদ্যাকুট পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত ভট্টাচার্য্যবলেন, শিক্ষক স্বল্পতায় বিদ্যালয়ে পাঠদানে হিমশিম খেতে হচ্ছে। যদিও ছুটি সকলের অধিকার কিন্তু প্রধান শিক্ষক অবসরে চলে যাওয়ায় এমনিতেই শিক্ষকের ঘাটতি তার ওপর সহকারী শিক্ষিকা দীর্ঘদিন অনুপস্থিত।

নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বুলবুল বলেন, সহকারী শিক্ষিকা সানজিদা আক্তার প্রথমে এক মাসের ছুটি নিয়ে প্রবাসে গিয়ে ৭ মে পর্যন্ত পুনরায় ৩ মাসের ছুটি নিয়েছেন। এরপর তার কোনো বৈধ ছুটি অথবা লিখিত ছুটি নেওয়ার সুযোগ নেই। এমন কি তার কোনো জমানো ছুটিও নেই। এখন থেকে সে একদিন অনুপস্থিত থাকলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন ওই শিক্ষিকার বেতন ও বিভিন্ন ভাতাদি বন্ধ রাখা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.খুরশেদ আলম বলেন, সহকারী শিক্ষিকা সানজিদা আক্তার এক মাসের ছুটি নিয়ে বিদেশ যান। পরে দূতাবাসের মাধ্যমে এই ছুটি তিন মাস বৃদ্ধি করেন। এই ছুটিও শেষ হয়ে গেছে। এখন তিনি যোগদান না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই কর্সকর্তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It