1. admin@esomoy.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন

প্রতিষ্ঠার ২৪বছর পর জাজিরা পৌরসভার নিজস্ব ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন

জিহাদ কাজী
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

শরিয়তপুর প্রতিনিধিঃ
২৪বছর আগে প্রতিষ্ঠিত হয় শরীয়তপুরের জাজিরা পৌরসভা। আর প্রতিষ্ঠার ২৪বছর পর জাজিরা পৌরসভার নিজস্ব ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় নিজস্ব ভবন নির্মাণের ফলক উন্মোচন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানী সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাস্টার মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সামসুল হক খান, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার জি এম নুরুল হক, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার মোঃ ইব্রাহীম মিয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আযাদ, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, ডামুড্যা পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম রাজা ছৈয়াল, জাজিরা পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক আঃ হক কবিরাজ এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ প্রমূখ। স্থানীয় সর্বোস্তরের মানুষ এসময় সেখানে উপস্থিত ছিলেন।
জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর বলেছেন, জাজিরা পৌরসভাকে ডিজিটাল পৌরসভায় উন্নত করতে চাই। এ লক্ষকে সামনে রেখে পৌরসভার সকল নাগরিকদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আগামী ২০২৫ সালের মধ্যে পৌর শহরের প্রতিটি রাস্তায় বিদ্যুতের আলোয় আলোকিত করতে লাইটিং করা হবে। এছাড়া রাস্তাঘাট নির্মাণ ও মেরামত কাজসহ সকল উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। এ জন্য পৌর নাগরিকদের সহযোগিতা কামনা করছি।জাজিরা পৌরসভার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহায়তায় আজ জাজিরা পৌরসভার নতুন পৌরভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। যা জাজিরা পৌরসভায় বসবাসরত জনগণের নাগরিক সেবা প্রদানে অনন্য ভূমিকা পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রীর কারনেই আজ স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফূলী টানেল আজ দৃশ্যমান বাস্তবতা।সবকিছুই সম্ভব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও ঐকান্তিক সদিচ্ছার কারণে।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, বিশ্ব নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির প্রশংসায় পঞ্চমুখ।
একটি গোষ্ঠি দেশের এই উন্নয়ন-অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চায়। তাদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে জাতির পিতার সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।
শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজকে উন্নয়নে বিশ্বের রোল মডেল। আজকে প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নারী-পুরুষ আজকে সমান তালে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ জায়গায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
আরো বক্তব্য রাখেন, জাজিরা উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব মোবারক আলী সিকদার, শরীয়তপুর সদর পোরসভার মেয়র পারভেজ রহমান জন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আযাদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It