নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার (২৪ মে) সন্ধ্যা ৬ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে দুপুর ১ টা ৩০ মিনিটের সময় নীলফামারীতে এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।
তাঁর মৃত্যুর খবরে সৈয়দপুরসহ পুরো রংপুর বিভাগের বিএনপি পরিবার এবং সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে নিহত বিএনপি নেতার জানাজা ও দাফন আগামীকাল সম্পন্ন হবে।
আব্দুল খালেকের মৃত্যুতে শোক জানিয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার,সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপি সভাপতি হাজী রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, সেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন, ছাএদলের সভাপতি রেজওয়ান আকতার পাপ্পু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ আব্দুল মুনতাকিম,সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, শহর জামায়তস ইসলামী আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারী মাওলানা য়াজেদ আলী বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক ও ভিশন টিভি চেয়ারম্যান দিলনেওয়াজ খাঁন, যুগ্ন আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, ছাএলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি টুটুল, পৌর ছাএলীগের সভাপতি সিফাত সরকার, জাতীয়পাটি সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক ও ইকু গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, পৌর জাতীয়পাটি সদস্য সচিব রাকিব খাঁন, আল ফারুক একাডেমি প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সুরভী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা,হাজারী হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুর, কাশিরামবেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা পাইলট, কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার, বাঙালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার শাহজাদ, পেশাজীবীসহ আপামর সৈয়দপুরবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply