1. admin@esomoy.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২ অপরাহ্ন

রাজশাহীর পদ্মায় সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত

ডা. মোঃ হাফিজুর রহমান পান্না
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহী ব্যুরো :

রাজশাহীর পদ্মায় অনুষ্ঠিত হয়েছে ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগীতা ২০২৩। বেঙ্গলস ডলফিন্স এর আয়োজনে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থার সহযোগীতায় শুক্রবার (২৬ক মে) সকাল সাড়ে ৮টায় রাজশাহী টি বাঁধ থেকে শুরু হয় এই সাঁতার প্রতিযোগীতা। শেষ হয় চারঘাট ক্যাডেট কলেজের সামনে গিয়ে।

প্রতিযোগীতায় ২৭ জন সাঁতারু অংশ নেন। প্রতিযোগীতার উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী সরকারি শারিরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান। সভাপতি হিসেবে ছিলেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন। সকাল সাড়ে ৮টায় রাজশাহী টি বাঁধোর ওপর বেলুন উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

প্রতিযোগীতার আয়োজক ক্রিড়া পরিদপ্তরের উপ পরিচালক এস এ ফেরদৌস আলম জানান, মানুষের মধ্যে সাাঁতার শেখার আগ্রহ জাগ্রত করতেই এমন প্রতিযোগীতার আয়োজন। এই প্রতিযোগীতায় অংশ নিতে সারা দেশ থেকে নামকরা মোট ৩০ জন সাঁতারু রেজিস্ট্রেশন করেন। কিন্তু অংশ নিয়েছেন মোট ২৭ জন। তারা সকাল ৯টায় টিবাঁধের নিচ থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেন। এর পর সাঁতরাতে সাঁতরাতে ২০ কিলোমিটার দূরে চারঘাটে পৌছান বেলা ১টায়।

ফেরদৌস আলম বলেন, প্রতিবছর দেশে বহু মানুষ ও শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে, এই মৃত্যুহার কমাতে সকলকে সাঁতার শেখার আহ্বান ও জন সচেতনতা তৈরী করতে সারা দেশেই কাজ করছেন তারা। অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It