মেয়েরা আমার সঙ্গে টাকার বিনিময়ে সময় কাটাতে চায়। অনেকেই আমাকে ম্যাসেজ করে আমার কাছে সময় চায়। আমার অনেক মেয়ে ভক্ত আছে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন চিত্রনায়ক যায়েদ খান। ব্যাক্তিজীবনের নানা বিষয় নিয়ে সব সময় খবরের উপাদান হন এই নায়ক। নায়কের এসব কথা নিয়ে ট্রলও হয়। তবুও নিজের বক্তব্যে অটল এই নায়ক। সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, বিয়ে বা কোন অনুষ্ঠানে গেলে আমি মেয়েদের মধ্যমণি হয়। সবাই আমার সাথে সেলফি তুলতে আসে। সবাই আমাকে পছন্দ করে বলেই ছুটে আসে। আর একটা নায়কের যদি মেয়ে ভক্ত না থাকে তাহলে সে কিসের নায়ক। সেতো নায়কই না। আর আমার রাশিটাই এমন। তাছাড়া আমি এখনোও বিয়ে করিনি। ব্যাচেলর বলে সবাই আমাকে একটু বেশিই ভালোবাসে ও অন্য চোখে দেখে। আমি ব্যাপারটা বেশ উপভোগ করি।
জায়েদ খান আরও বলেন, যারা আমার এই কথাগুলো নিয়ে ব্যঙ্গ করে, ট্রল করে তাদের আসলে মানসিক সমস্যা আছে। আমি কথাগুলো সরল মনে বলেছিলাম। তারা এটাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করেছে। আমাকে মানসিক রোগি বানিয়ে দিয়েছে। কেউ কেউ এটাকে ‘ইরোটোমোনিয়া’ নামে একটি রোগ হিসেবে নাম দিয়েছে। আসলে আমার এখন মনে হচ্ছে তারাই মেন্টালি সিক। আমার মনে হয়, তাদের মানসিক রোগের ডাক্তারের কাছে আগে যাওয়া উচিত।
তিনি আরও বলে, আমরা যারা সিনেমায় কাজ করি বা ক্রীড়াঙ্গনেও যারা কাজ করেন তাদের অনেক মেয়ে ভক্ত থাকবে এটাই স্বাভাবিক । এটা আমি বলছি না শুধুই আমার বেলায় এটা সব তারকার বেলায় ই হয়।
Leave a Reply