1. admin@esomoy.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন

সৈয়দপুরে জি এম কাদেরের গাড়ী বহরের পথরোধ করে সিদ্দিকুল আলমকে মনোনয়ন প্রদানের দাবী

মোঃ জাকির হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গাড়ীবহরের পথরোধ করেছে জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন উর্দূভাষীরা ক্যাম্পবাসীরা। সোমবার (২৯ মে) দুপুর ৩ টায় তিনি রংপুর থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসার পথে সৈয়দপুর শহরের ক্যান্ট বাজার সংলগ্ন সিএসডি মোড়ে এই ঘটনা ঘটে।

সড়কে অবস্থানকারীরা সৈয়দপুর উপজেলা জাপার আহ্বায়ক শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলমকে আগামী নির্বাচনে নীলফামারী-৪ আসনের প্রার্থী মনোনয়নের দাবী জানান। এর প্রেক্ষিতে তিনি বলেন, আপনাদের দাবী বিবেচনা করা হবে এবং সময়মত সঠিক সিদ্ধান্ত নেয়া হবে।

এসময় তাঁর সাথে ছিলেন, জাপার ভাইস প্রেসিডেন্ট ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বর্তমান এমপি আলহাজ্ব আহসান আদেলুর রহমানসহ রংপুর-লালমনিরহাট ও নীলফামারী জাপার অন্যান্য নেতৃবৃন্দ।

খবর পেয়ে সংবাদকর্মীরা ছুটে গিয়ে সেখানে না পেয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাক্ষাত করেন। এসময় গোলাম মুহাম্মদ কাদের বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে অবস্থা বুজে ব্যবস্থা নিবো। প্রয়োজনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে।

দেশ, জনগণ ও পার্টির স্বার্থে জোটবদ্ধ অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়া হবে। যদি জোট করি তাহলে অবশ্যই বড় দলের সাথেই যাবো। যাতে মানুষের জন্য কাজ করতে পারি। সে লক্ষকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, নীলফামারী-৪ আসনের সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় পার্টির সাংগঠনিক ভিত্তি মজবুত বলেই একাধিক নেতা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে চায়। এজন্য অবশ্যই তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেয়া হবে।
তিনি আরও বলেন, জনসমর্থনহীন ব্যক্তিকে মনোনয়ন দিলে আসন হারানোর আশংকা থাকে। তাই এমন প্রার্থী যেই হোক তাকে বাদ দেয়া হবে। কাউকে চাপিয়ে দেয়া হবেনা। মনোনয়ন বোর্ডই এব্যাপারে সিদ্ধান্ত নিবে।

বিমানবন্দরে সাক্ষাতকার গ্রহনকালে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা জাপার আহবায়ক ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম, কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পৌর জাপার সদস্য সচিব রাকিব খান, উপজেলা জাপার সদস্য সচিব আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন অরুন, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It