1. admin@esomoy.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ অপরাহ্ন

সৈয়দপুরে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

মোঃ জাকির হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সৈয়দপুর নীলফামারী প্রতিনিধিঃ 

বন্ধুদের সাথে শখের বসে পুকুরে গোশল করতে নেমে পানিতে ডুবে সাজু (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে। সৈয়দপুর, নীলফামারী ও রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে ৪ ঘন্টা পর লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। মৃত সাজু সৈয়দপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কয়ানিজপাড়া দোলাপাড়ার জাবেদ আলীর ছেলে।

জানা যায়, সকাল ১১ টার দিকে ৫ বন্ধু মিলে গোশল করতে আসে ধলাগাছ এলাকার মতি জোতদারের পুকুরে। কেউ সাঁতার কাটা, কেউবা ডুব দিয়ে গোসল করায় মেতে ছিল। এসময় অনেকে সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি চলে যায়। আবার ফিরে আসে। কিন্তু হঠাৎ খেয়াল করে দেখতে পায় সাজু কোথাও নেই। অনেক সময় অপেক্ষা করেও সাজুর কোন হদিস না পেয়ে খোঁজাখুঁজি করে। কিন্তু তাতেও সফল না হয়ে কান্না ও চিতকার শুরু করে।

এতে পথচারী ও এলাকাবাসী বিষয়টি জানতে পেরে প্রথমে নিজেরা পানিতে নেমে ডুব দিয়ে খোঁজ করে। না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ব্যর্থ হওয়ায় পড়ে নীলফামারী ও রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসে। পরে যৌথ অভিযানে প্রায় ৪ ঘন্টার চেষ্টায় সাজুর দেহ পুকুরের মাঝ বরাবর থেকে উদ্ধার করে। এসময়
পুকুরে ডুবে যাওয়ার খবরে হাজার হাজার মানুষ পুকুরের চারপাশে সমবেত হয়। তাছাড়া সাজুর পরিবারের লোকজন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃত অবস্থায় সাজুকে উদ্ধারের পর এলাকায় কান্নার রোল পরে যায়।

সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম বলেন, পুকুরে ডুবে মৃত্যু সংবাদ আমরা পাইনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It