শ্যামনগর প্রতিনিধিঃ
বেসরকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক‘র উদ্যোগে ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ্য দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ (পরিবেশ) প্রকল্প এর আওতায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপণ উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী, আলোচনা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষা নিকেতন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়, পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা ব্রজবিহারী মাধ্যমিক বিদ্যালয় এবং গাবুরা ইউনিয়নের এমএম মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উৎযাপন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শির্ক্ষাথী মিলে প্লাস্টিক পণ্য বর্জন ও পরিবেশ জনসচেতনতা মূলক প্লাকার্ড হাতে নিয়ে “প্লাস্টিক দুষণের সমাধানে সামিল সই সকলে, আর নয় প্লাস্টিক” আসুন আমরা সবাই মিলে প্লাস্টিক পন্য ব্যবহার বন্ধ করি, পরিবেশ বাঁচাতে প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করি, আসুন আমরা সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দুষণ, আমরা আর প্লাস্টিক ব্যবহার করতে চাই না, প্লাস্টিক মাটি, পানি, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর ) একটি বর্নাঢ্য র্যালী বাজার ও প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় সমবেত হয়। আলোচনা শেষে শিক্ষার্থীরা নিজেদের বিদ্যালয় আঙিনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক দুষণ রোধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়। প্লাস্টিক দুষণের সমাধানে সামিল হই সকলে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে উপস্থিত ছিলেন, “বিদ্যালয়ের শিক্ষক-শির্ক্ষাথী, সিএসও সদস্য বৃন্দ, দুর্যোগ স্বেচ্ছাসেবক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ সহ সদস্যবৃন্দ সহ বারসিক’র পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডল, এ্যাডভোকেসী এ্যাসিসটেন্ট ফজলুল হক, মাঠ সহায়ক আব্দুল আলীম, ফাতিমা আক্তার মহিরঞ্জন মন্ডল ও মুকুন্দ ঘোষ উপস্থিত ছিলেন।
Leave a Reply