গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী সরোয়ার হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।
থা না সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ টীম বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে এক অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কে দুবলাগাড়ী নামক পয়েন্টে চলন্ত যানবাহন সমূহে তল্লাশি অভিযানে জাস্টলিস পরিবহনের একটি বাস (রংপুর-জ-১১-০০৬৫) তল্লাশিকালে ৬০ বোতল ফেনসিডি উদ্ধারসহ সরোয়ারকে আটক করা হয়। আটককৃত সরোয়ার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১১, তাং-১৫/০৬/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply