1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন

আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীতা বাতিল করা হবে : ইসি রাশিদা

ডা. মোঃ হাফিজুর রহমান পান্না
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো :

নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, কোন প্রার্থী আচরণবিধি লংঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাদের প্রার্থীতাও বাতিল করা হবে। শুক্রবার বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্ট দরবার হলে নির্বাচনী প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি রাশিদা সুলতানা আরো বলেন, সিটি নির্বাচন ঘিরে কমিশন সতর্ক ও অনড় অবস্থানে রয়েছে। কোন অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনার রাশিদা বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনের কাঠামোয় যা যা দরকার তার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনমতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে নিয়োজিত থাকবে।

তিনি বলেন, ‘নির্বাচন চলাকালীন সময়ে প্রিসাইডিং কর্মকর্তা তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এসময় ইসি ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It