1. admin@esomoy.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৮ অপরাহ্ন

ঠাকুরগাওয়ে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত

মাহমুদ আহসান হাবিব
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাওয়ে নির্যাতিতদের সমর্থনে আšর্জাতিক সংহতি দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে মানবাধিকার সংগঠন অধিকার এবং মায়ের ডাক এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জর্জকোট চত্বরে এই মানববন্ধন এর আয়োজন করা হয়।

বাংলাদেশ এলায়েন্স এগেনেস্ট টর্চার এর সেন্ট্রাল এক্সেকিউটিভ কমিটি মেম্বার নূর আফতাব রুপম এর সঞ্চালনায় মানবন্ধনে উপস্থিত ছিলেন নির্যাতিত রাজনৈতিক কর্মী আবু নূর এবংআব্দুল হামিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শাহিন ফেরদৌস , দৈনিক ম্যাসেঞ্জার এর জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল সহ জেলার অন্যান্য সাংবাদিক বৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নিরাপত্তা বাহিনীর দারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনকহারে বাড়ছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী, বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী সহ সমালোচকরা সরকারি নিরাপত্তা বাহিনীর রোষানলে পড়ছে। সেজন্য আন্তর্জাতিক ভাবে নিরাপত্তা বাহিনীর কর্মকান্ডকে জবাবদিহীর আওতায় আনতে হবে।

মানবন্ধনে মানবাধিকার কর্মীরা বলেন, একই সঙ্গে বাংলাদেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে গুম, হেফাজতে নির্যাতন সহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত, তারা যেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যেতে না পারে সেটিও জাতিসংঘকে সিদ্ধান্ত নিতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It