1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:২১ অপরাহ্ন

নড়াইলের লোহাগড়ায় তালগাছ কাটা নিয়ে ভাইকে কুপিয়ে হত্যা

হাফিজুল নিলুু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিনের হান্দলা গ্রামে বাবলু শেখ(৫৮) হত্যার ঘটনায় ২৭জনের নামে মামলা হয়েছে। বুধবার (১২ জুলাই) রাতেনিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেছেন (মামলা নং-১২)।

 

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে নিহতের চাচাতো ভাই রিপন শেখ তার পক্ষের লোকজন নিয়ে সীমানা নিয়ে বিরোধপূর্ণ বাবলু শেখের জমির তালগাছ কাটতে যান। বিষয়টি জানতে পেরে বাবলু শেখ ঘটনাস্থলে গিয়ে তালগাছ কাটা বন্ধ করতে বলেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে বাবলু শেখের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ঘটনার সময় বাবলু শেখের
আরো তিন ভাই এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। বুকে ধারালোঅস্ত্রের আঘাতে বাবলু শেখের প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করেলোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃতঘোষণা করেন।

মামলায় আসামী করা হয়েছে নিহতের চাচাতো ভাই রিপন শেখ (৪৫), মুরাদ শেখ(৪০), নাছির শেখ (৩৫) ও উইনছান শেখ (৪৮), রিপনের পক্ষীয় একই গ্রামের ছাকাশেখ (৫০), মফিজুর কাজী, জাকির মোল্যা (৫০), মিজানুর শেখ (৪৫), হুমায়ুন শেখ (৪৫), মনির শেখ (৩৫), খোকন শেখ (৩০),বাড়ীভাঙ্গা গ্রামের ছাকায়েত মোল্যা (৫৫), লাবলু মোল্যা (৪৮), চরব্রাহ্মণডাঙ্গা গ্রামের নাজির মোল্যা(৫০), মোস্তাক মোল্যা (৪২), নূর আলম মোল্যা (৩৫), শহিদুল্লাহ মোল্যা(৫৫), রুবেল মোল্যা (২৫), রমজান মোল্যা (৩০), রহমান শেখ (৪৫),ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নূরুজ্জামানন ওরফে নূরনবী (৬০), জনি মোল্যা (৩০),হুমায়ুন মোল্যা (৫০), মোনায়েম মোল্যা (৪০), মাহাবুব মোল্যা (৫০)। এদের মধ্যে নূরুজ্জামান ওরফে নূরনবীকে হুকুমের আসামী করা হয়েছে।

 

 

লোহাগড়া থানার ওসি মো: নাসির উদ্দিন জানান, নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে ২৭ জনের নামে বুধবার রাতে মামলাটি দায়ের হয়েছে। মামলা নং-১২।আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It