শ্যামনগর প্রতিনিধিঃশ্যামনগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন অর্পন অর্গানাইজেশন এর আয়োজনে ও ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই জুলাই শনিবার বেলা ১১ ঘটিকায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী ৬১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ফ্রি মেডিকেল ক্যাম্প’র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
অর্পণ অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক গাজী খালিদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ।
উপস্থিত ছিলেন দৈনিক মানবাধিকার পত্রিকার জেলা প্রতিনিধিঃ সৈয়দ মমিনুর রহমান।
ফ্রি মেডিকেল ক্যাম্পে অত্র এলাকার অসহায়, দুঃস্থ, হতদরিদ্র, নারী, শিশু, প্রবীণদের চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন মেডিকেল অফিসার,ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আছিয়া আক্তার (স্বপ্না)এমবিবিএস (ডিইউ), সিএমইউ (আল্ট্রাসনো)।
কোস্টাল ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা মো.জাহিদ হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক শেখ নাজমুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটখালি কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ডাঃ মো. আব্দুল মজিদ, শ্যামনগর ব্লাড ব্যাংকের সহ-সভাপতি আলমগীর হোসেন বিদ্যুৎ,মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন,অর্পন অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক মোস্তফা আল মাদানী,তারানীপুর তরুণ সংঘের সভাপতি আব্দুল্লাহ আল হাসান , ডক্টর’স এ্যাসিসট্যান্ট গাজী আমিনুর রহমান,ওসমান গনি সোহাগ,সাদিয়া পারভীন, অর্পন অর্গানাইজেশন এর স্বেচ্ছাসেবক নুর আলম,ওমর ফারুক,শাহাজান উত্তম মন্ডল প্রমুখ।
সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত প্রায় শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। জলবায়ু পরিবর্তন জনিত কারনে ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষ যারা অর্থাভাবে উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন না,তাদের জন্য দোরগোড়ায় এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় অত্র এলাকাবাসী ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার ও অর্পন অর্গানাইজেশনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply