1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন

ডেঙ্গুর প্রকপ বৃদ্ধিতে জাজিরায় মশক নিধন কর্মসূচি

মোখলেছ মিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাজিরা(শরীয়তপুর)প্রতিনিধিঃ দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় শরীয়তপুরের জাজিরায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৫জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদের ভবনসহ আশপাশের এলাকায় কীটনাশক স্প্রে করা হয়।

 

শনিবার সকালে জাজিরা পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেয়র ইদ্রিস মাদবর উপজেলার বিভিন্ন সড়কের পাশে ড্রেন গুলিতে মশা মারার ওষুধ স্প্রে করেন।

 

এ মশক নিধন কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রতন বেপারী।

পৌর মেয়র ইদ্রিস মাদবর বলেন,সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

 

মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির-উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It