1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন

বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলা শ্রমিকের মৃত্যু

মোঃ আশিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বেলকুচি ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৩৮) নামে এক মহিলা শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।

 

রবিবার (১৬ জুলাই) সকাল এগারোটার সময় বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া দক্ষিণ পাড়া আবদীন মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আছিয়া উপজেলার দৌলতপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, আছিয়া দীর্ঘদিন ধরে ধুকুরিয়া বেড়া গ্রামের আবদীন মোল্লার বাড়িতে সুতার নলির মেশিনে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজও কাজে এসে মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খায়রুল বাশার জানান, সুতা তোলার মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন নামের এক মহিলা শ্রমিকে মৃত্যু খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It