মোঃ আব্দুল হান্নানঃ
কবি নজরুল তার কবিতায় লিখেছেন, এ পৃথিবীতে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর।
বলছিলাম এক আত্মপ্রত্যয়ী, দৃঢমনোবল সস্পন্ন, কঠোর পরিশ্রমী, মেধাদীপ্ত এক নারীর কথা। যিনি হলেন এম, বি কানিজ বা বিউটি কানিজ।
তার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে। তার বাবা মরহুম আবু তাহের, মাতার নাম আলফাজ খানম।
তার মা ছিলেন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য।
চার ভাই দুই বোনের মাঝে কানিজ তৃতীয়।
তার বাবা মরহুম আবু তাহের ছিলেন একজন সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ। বাবা জীবিত থাকা কালীন সময়ে বাবার হাত ধরে কানিজ ছাত্রজীবনেই নাসিরসগরের প্রয়াত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এডঃ সায়েদুল হকের সাথে উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগের বিভিন্ন মঞ্চে ও সভা সমাবেশে তখনই বক্তব্য দিতেন।
ছোট্ট বালিকাটির বক্তব্য শুনে অনেকেই বলাবলি করতেন, এই ব্যাঙাগাচিই একদিন ব্যার্ঘসাবকে পরিনত হবে।
যেই কথা, সেই কাজ, মানুষের কথা-ই আজ বাস্তবে পরিণত হল।
সম্ভবত হাই স্কুলে লেখাপড়াকালীন সময়েই কানিজ তার বাবাকে হারান। তারপর পরিবারটির উপর নেমে আসে চরম দৈন্যদশা। তারপরও হাল ছাড়েনি কানিজ। নিজের মনোবলকে শক্ত রেখে চরম দৈন্যদশার মাঝেও সে স্কুল জীবণ শেষ করে পড়াশোনার জন্য ভর্তি হয় ঢাকার লাল মাঠিয়া মহিলা কলেজে। সেখানে শুরু করেন পড়াশোনা। সাথে যুক্ত হন ছাত্র রাজনীতিতে। পরবর্তীতে কানিজ বেশ কিছু দিন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ইডেন কলেজে পড়াশোনাকালীন সময়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু সেই বিয়ে বেশীদিন টিকেনি।
কানিজ বঙ্গ বন্ধুর আর্দশ আর দেশ প্রেমের কথা চিন্তা করে সরাসরি জড়িয়ে পরেন আওয়ামীলীগের রাজনীতি আর মানব সেবায়।
এম,বি কানিজ দীর্ঘদিন বাংলাদেশ কেন্দ্রী যুব মহিলা লীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বিগত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বচনে অংশ গ্রহণ করে এম,বি কানিজ নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।
রাজনৈতিক দক্ষতা, অভিজ্ঞা ও বিচক্ষনতা যাচাই করে এমবি কানিজকে বর্তমান বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক-২ নির্বাচিত করা হয়েছে।
এমবি কানিজকে বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক-২ নিবার্চিত করায় বাংলাদেশ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নাসিরনগর উপজেলা শাখার পক্ষ থেকে এর সভাপতি মোঃ আব্দুল হান্নানসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যুব মহিলালীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শারমিন সুলতানাসহ সকলকে অভিনন্দন জানানো হয়েছে।
Leave a Reply