1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:২৩ অপরাহ্ন

বানিয়াচংয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শাহ সুমন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বানিয়াচং, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বানিয়াচং উপজেলার ১৩ নম্বর মন্দরী ইউনিয়নের উত্তর সাংগর গ্রামে।

 

মৃত শিশুরা হলো- ওই এলাকার কাজী এমরানের মেয়ে ফাতেমা আক্তার (৪) ও কাজী কামরুল হাসানের মেয়ে কাজী ফাহমিদা আক্তার(৩)। মৃত শিশুরা সম্পর্কে আপন চাচাতো বোন হয়।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, উত্তর সাংগর গ্রামের কাজী এমরান ও কাজী কামরুল আপন দুই ভাই। তাদের বাড়ির পাশে নিজস্ব পুকুর রয়েছে। সকালে বাড়ির সবাই নিজেদের গৃ্হস্থালী কাজে ব্যাস্ত থাকায় সকলের অগোচরে দুই শিশু খেলতে খেলতে পানিতে পড়ে ডুবে যায়।

দুপুর ১২ টায় বাড়ির মানুষজন শিশুদের খুঁজে না পেয়ে পানিতে নেমে একজনের লাশ উদ্ধার করেন। এসময় অপরজনের লাশও খুঁজে পানি থেকে উদ্ধার করা হয়। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে ১৩ নম্বর মন্দরী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি মর্মান্তিক। প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়েছে। শিশুদের জানাযার নামাযে স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It