1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৪৬ অপরাহ্ন

স্বন্দ্বীপে সুস্থ পরিচ্ছন্ন নির্বাচনে নৌকার জয়

মোঃ কামরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়ন পরিষদের শান্তি সুস্থ পরিচ্ছন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলীমুর রাজী টিটু চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আবদুল কাদের।

 

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৩৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর থেকে ভোটারের উপস্থিতি কমতে থাকে। পুরুষের তুলনায় মহিলা ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।

 

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪ হাজার ৪৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান (নৌকা প্রতীক) আলীমুর রাজী টিটু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবদুল কাদের (টেলিফোন প্রতীক) পেয়েছেন ১ হাজার ৩৭৭ ভোট।

 

সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মো. দেলোয়ার, ২ নম্বর ওয়ার্ডে মো. পারভেজ, ৩ নম্বর ওয়ার্ডে মো. শরীফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে বাবলু চৌধুরী, ৫ নম্বর ওয়ার্ডে জাকের হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে মো. মোশাররফ হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে মো. হাসান, ৮ নম্বর ওয়ার্ডে শারমিন চৌধুরী ও ৯ নম্বর ওয়ার্ডে বাহার উদ্দিন এবং সংরক্ষিত নারী ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জান্নাতুল বাকিয়া, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে খেলনা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ফারজানা বেগম বিজয়ী হয়েছেন।

 

ইউনিয়নের মোট ১৩ হাজার ৫৫৭ জন ভোটারের মধ্যে শতকরা ৪৭.৫৪ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি ছিল। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মাঠে পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেট টিম সক্রিয় ভূমিকা পালন করে। কয়েকটি কেন্দ্রে জাল ভোট দিতে আসা কয়েকজনকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It