যশোর জেলা প্রতিনিধিঃ যশোর শহরে বাংলাদেশ আওয়ামীলীগ শান্তি সমাবেশ করেছে।
বুধবার বেলা ১১টায় গাড়িখানায় দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ, শহর আওয়ামীলীগ নেতা মাহামুদ হাসান বিপুল, জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দীন কবির পিয়াস, যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, মানবতার জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, আওয়ামীলীগ নেতা সামীম উল ইসলাম পিয়াস প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, যখন আওয়ামীলীগ উন্নয়নের নতুন মাত্রায় বাংলাদেশকে বিশ্ব দরবারে আসীন করছে সেই মুহুর্তে বিএনপি পিছুটান দিয়ে দেশকে আবারো পূর্বের তলাবিহীণ ঝুড়িতে নিতে একটি বিদেশী চক্রের ক্রীড়নক হিসাবে কাজ করছে।
এসময় নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি আর বাংলাদেশে নৈরাজ্য গড়তে পারবে না। তাদের দিন শেষ। শেখ হাসিনার উন্নয়নের স্রোতে তারা হারিয়ে যাবে তাল রাখতে না পেরে। এসময় জেলার বিভিন্ন উপজেলা, শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মীরা হাত তালি দিয়ে বক্তা আওয়ামীলীগ নেতাকে উৎসাহ যোগান।
শান্তি সমাবেশ শেষে আওয়ামীলীগ নেতা-কর্মীরা শহরে একটি শান্তি মিছিল বের করেন। মিছিলটি গাড়িখানা হয়ে দড়াটানা ও বড়বাজার এলাকা প্রদক্ষিন করে।
Leave a Reply