যশোর জেলা প্রতিনিধিঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন-জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার বিরূপ আচরণ এখন দৃশ্যমান। বৈশ্বিক তাপমাত্রা যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ।
বৈশ্বিক জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের কারণে বিভিন্ন রকমের সংকট সৃষ্টি হচ্ছে। আমরা যদি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারি, তাহলে আরও খরা, বন্যা ও তাপ প্রবাহের মতো বিপর্যয় বেড়ে যাবে। মানুষ ও প্রকৃতিকে আরও চরম আবহাওয়ার মোকাবিলা করতে হচ্ছে। প্রাণিজগত, কৃষিক্ষেত্র ও মানুষের মধ্যে আরও ঘনঘন মারাত্মক রোগ ছড়িয়ে পড়ছে।
স্বাস্থ্যকর ইকোসিস্টেম ও সমৃদ্ধ জীববৈচিত্র্য নিশ্চিত করতে আমাদের প্রচুর বৃক্ষচারা রোপণ করতে হবে। তাহলেই মানুষের কল্যাণ ও উপার্জনের পথ খোলা থাকবে। আমরা যদি নিয়মিত গাছলাগায়, তাতে সংকট অনেকাংশে মোকাবেলা করা যাবে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে যশোর টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরআগে তিনি অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন-সামাজিক বন বিভাগ যশোর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম।
সামাজিক বন বিভাগ যশোর ও যশোর জেলা প্রশাসন আয়োজিত মেলায় ৩০টি স্টল দেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর বন বিভাগ ও কাশফুল ডট কমের উদ্যোগে শহরের পাঁচটি স্কুলের ৭০০ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply