স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০জুলাই) সকালে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে উপজেলা প্রশাসন মডেল স্কুল ও কলেজে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মির্জা শামীমা আক্তার শিফা, মোঃ আজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার, উপজেলা মডেল স্কুল ও কলেজের প্রধান শিক্ষক কমলা রানীসহ বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।
অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply