1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:০৫ অপরাহ্ন

অভয়নগর ইউএনওকে কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা

মালিক উজ জামান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন অভয়নগর উপজেলা কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানে নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

 

এই সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সিঙ্গাড়ী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, ভবদহ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, সহকারী অধ্যাপক এ বি এম নওয়াব আলী,শিক্ষক গাজী আবুল হোসেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক জাকির হোসেন হৃদয়। এছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

 

যবিপ্রবিতে প্রাথমিক ভর্তি শুরু ২২ জুলাই ২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রাথমিক ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামীকাল ২২ জুলাই থেকে ২৬ জুলাই তারিখের মধ্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই হিসেবে চার দিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ করতে হবে।

 

যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছ -র (এঝঞ)ওয়েবসাইটে প্রকাশিত ১ম মেধাতালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামীকাল শনিবার (২২ জুলাই) দুপুর ১২:০০ ঘটিকা হতে আগামী মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পাঁচ হাজার টাকা (৫০০০ টাকা) জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে পারবেন।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যবিপ্রবিতে বিষয়প্রাপ্ত অনলাইনে ফিসপ্রদানকারী শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের মূল নম্বরপত্র আগামী ২২ জুলাই হতে ২৬ জুলাইয়ের মধ্যে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অফিস কক্ষে (কক্ষ নং ৪৩৩) জমা দিতে হবে।
এছাড়া বৃহস্পতিবার (২০ জুলাই) প্রাথমিক ভর্তির প্রক্রিয়া, নিয়মাবলি ও দিকনির্দেশনা যবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It