স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় শাহিনুর বেগম (৪০) নামে নারী মাদক কারবারিকে এক কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধানি সাফা ইউনিয়নের পশ্চিম পাতাকাটা গ্রামের নিজ বাড়ি থেকে ওই মাদক কারবারি নারীকে গ্রেপ্তার করেন পুলিশ।গ্রেপ্তার শাহিনুর বেগম পশ্চিম পাতাকাটা গ্রামের আব্দুল বারেক সরদারের স্ত্রী।
থানা সূত্রে জানা জানা গেছে, সদ্য যোগদানকারী পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহান্মদ সফিউর রহমানের নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানা অফিসার ইন চার্জ( ওসি) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় থানার উপ- পরিদর্শক (এসআই) খন্দকার কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিনুর বেগমকে পশ্চিম পাতাকাটা গ্রামের নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
এসময় গ্রেফতার শাহিনুর স্বামী চিহ্নিত মাদক কারবারি আঃ বারেক সরদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, গাঁজা সহ নারী মাদক কারবারি গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই নারীকে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply