1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে- নিহত ১৭

গাজী আরিফুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বরিশাল ব্যুরোঃ ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাশার স্মৃতি নামে একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ শিশু রয়েছে।

 

 

বাসটিতে ৫০ থেকে ৬০ জনের মতো যাত্রী ছিল।শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বাশার স্মৃতি নামক ওই যাত্রীবাহী বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে ছত্রকান্দায় এলাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

 

 

ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফিরোজ কুতুবি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It