1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:০৩ অপরাহ্ন

বগুড়ায় বাস খাদে পড়ে এক নারী নিহত- আহত ১৫

শাহিন:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বগুড়া : বগুড়ার শাজাহানপুরে বাস খাদে পড়ে রোকসানা খাতুন নামে এক যাত্রী নিহত হয়েছেন৷ এতে শিশুসহ আহত হয়েছেন আরও ১৫ বাসযাত্রী।

 

উপজেলার জামাদারপুকুরের নুনদহ এলাকায় বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে শনিবার ভোরে দিকে এ দুর্ঘটনা ঘটে৷ গোল্ডেন লাইন পরিবহনের বাসটি বরিশাল থেকে রংপুরে যাচ্ছিল।

 

৩৫বছরের রোকসানা খাতুন বরিশাল নগরীর সজীব মিয়ার স্ত্রী। তিনি স্বামীর বাড়ি বরিশাল থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাবার বাড়ি যাচ্ছিলেন।

 

আহতরা হলেন । নাটোরের রামনগর এলাকর রোমান (৬), কাকলি (২১), বরিশালের নিশি (২২), ইভা (২১), আরতি (৫০), মুন্নি (৩৫), রাজবাড়ীর হাদী (২০), হারুন অর রশীদ (৩৫), প্রবণ (২১), লালমনিরহাটের সুজন (৩০), রিয়া (২১), বগুড়ার ফজলুল হক (৭০), আব্দুস সবুর (২৪), টুম্পা (২১) ও অজ্ঞাত নামা মহিলা।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী।

 

তিনি জানান, বরিশাল থেকে গোল্ডেন লাইনের একটি বাস রংপুরে যাচ্ছিলো। পথে নুনদহ এলাকায় অজ্ঞাত এক গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে বাসটি মহাসড়কের পাশে থাকা খাদে পড়ে যায়।

 

পরে স্থানীয়রা বাসে থাকা ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোকসানাকে মৃত ঘোষণা করেন৷ এছাড়াও আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

কুন্দুরহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী বলেন, নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। বাসটি পুলিশী হেফাজতে রাখা হয়েছে। এই বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

এম.চৌ:/এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It