1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন

যশোরে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধসেবা পেলো তিন শতাধিক বৃদ্ধ-বৃদ্ধা

মালিক উজ জামান
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়া উপজেলার মহিরন বিলপাড়া গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধা হেনা বেগম। তিন মাস আগে তিনি হঠাৎ রক্তচাপ জনিত রোগে আক্রান্ত হন। দরিদ্র ও অস্বচ্ছল হওয়ায় অর্থ ব্যায় করে যশোর শহরে গিয়ে ডাক্তার দেখানোর সামার্থ তার ছিল না। বিনা চিকিৎসায় ভুগেছেন তিন মাস।

 

অতপর শুক্রবার (২১ জুলাই) বিকেলে বাঘারপাড়া বাজারসংলগ্ন বর্ণময় কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ নেন বৃদ্ধা হেনা বেগম। বাড়ির পাশে বিশেষজ্ঞ ডাক্তারের নিকট হতে চিকিৎসাপত্র পেয়ে হাসিমুখে অনুভূতি প্রকাশ করেন তিনি।

এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন মহিরন যুব সংঘ। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন যশোর মেডিকেল কলেজের গাইনী এন্ড অবস্ এর অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার। হেনা বেগমের মতো অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের প্রায় তিন শতাধিক নারী পুরুষ এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ নেন।

 

হেনা বেগম বলেন, তিন মাস ধরে সামার্থ হয়নি শহরে গিয়ে ডাক্তার দেখাবো। আজ এখানে ফ্রিতে ডাক্তার দেখিয়ে আনন্দিত।
সিরাজ হোসেন আরেক বৃদ্ধ বলেন, আমাদের কথা চিন্তা করে এখানে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হচ্ছে এটা আমাদের বড় পাওয়া। আমরা এমন সহযোগিতা পেলে পৃথিবীতে আরও কিছুদিন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো।

 

শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরনে তার আত্মার মাগফিরাত কামনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক শহিদুল ইসলাম জানান, আমাদের এ গ্রামের অনেকে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। শহর দূরে হওয়ায় এ গ্রামের দরিদ্র রোগীরা শহরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারে না। তাদের কথা চিন্তা করে আমরা এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। পাশাপাশি রোগীদের ফ্রি ঔষধ প্রদান করা হচ্ছে।

 

অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার বলেন, আমি এই বাঘারপাড়ার অজপাড়াগাঁয়ের সন্তান। আমি অনেক দরিদ্র পরিবারের সন্তান হয়ে উথাল পাথাল পেরিয়ে চিকিৎসক হয়েছি। এই এলাকার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার মনোভাব আমার সব সময় রয়েছে। সেই ধারাবাহিকতায় আমি ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে যাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It