1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:২৩ অপরাহ্ন

যশোরে পিস্তল ও গুলিসহ আটক ২

মালিক উজ জামান
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধিঃ যশোরে অস্ত্র-গুলিসহ তানজিম চাকলাদার রাজিতসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

রবিবার (২৩ জুলাই) গভীর রাতে শহরের পুরাতন কসবা কাঠালতলা এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব-৬ ক্রাইম প্রিভেনশন সিপিসি-৩ যশোরের সদস্যরা।

 

আটক রাজিত চাকলাদার ওই এলাকার পান্নু চাকলাদারের ছেলে এবং যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ভাইপো।

 

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দুইজনকে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।

 

 

জানা যায়, র‌্যাব-৬ যশোরের সদস্যরা অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ রাজিত চাকলাদারকে আটক করেন। এসময় ইমরান নামে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় গোটা শহরে তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

 

 

সা/মি এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It