1. admin@esomoy.com : admin :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন

জয়পুরহাটে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব

মোঃ আব্দুল হাই
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ রোববার (২৩ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কেচির মোড় এলাকা হতে অভিনব কায়দায় খালি পিকআপে ফিটিং অবস্থায় গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

 

 

গ্রেফতাররা হলেন— নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কলমী গ্রামের ইউনুছ আলীর ছেলে ইব্রাহিম খলিল (৫৩) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত মহসিন আলীর ছেলে আব্দুর রহিম (২৫)। তারা পেশাদার মাদক কারবারি র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কেচির মোড় এলাকায় চেকপোস্ট স্থাপনা করে র‌্যাব।

 

এসময় অভিনব কায়দায় খালি পিকআপে ফিটিং অবস্থায় ৭০ কেজি গাঁজা পরিবহনকালে এক পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দ করা গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছিলেন।

 

আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It