1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন

বগুড়ায় ৪০ কেজি গাঁজা ও একটি পিকআপ সহ গ্রেপ্তার -২

শাহিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ৪০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

সোমবার সকালে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়ক বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ এসময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত ওই দুই যুবক হলেন- কুড়িগ্রামের খালিধা কালোয়া এলাকার আনোয়ারুল ইসলাম এবং লালমনিরহাটের খোচাবাড়ি এলাকার মমিনুর ইসলাম।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া উপ-পরিদর্শক আবির হাসান।

 

 

এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গোকুল এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের বিসমিল্লাহ হোটেলের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়৷ চেকপোস্টে রংপুরগামী একটি পিকআপ( রংপুর-ন-১১-০৮৯৫) থামানো হয়৷

 

এসময় চালক আনোয়ারুল ইসলাম পালানোর চেষ্টা করলে প্রথমে তাকে এবং পরে মমিনুরকে গ্রেফতার করা হয়৷ এরপর তাদের পিকআপ তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত চেম্বার নিজ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ এসময় তাদের গ্রেপ্তার দেখিয়ে. পিকআপটিও জব্দ করা হয়।

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

 

 

 

সা/মি এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It