ঝালকাঠি প্রতিনিধিঃ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে সপ্তাহব্যাপী নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫জুলাই) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে র্যালী, মৎস্য খাতে সাফল্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)সংসদ সদস্য ঝালকাঠি ২ সভাপতি শিল্প মন্ত্রণালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আফরুজুল হক টুটুল পুলিশ সুপার ঝালকাঠি, এ্যাড .খান সাইফুল্লাহ পনির জেলা পরিষদ চেয়ারম্যান, আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি, খান আরিফুর রহমান উপজেলা চেয়ারম্যান ,আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার পৌর মেয়র ঝালকাঠি, সাবেকুন নাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝালকাঠি, এছাড়া উপজেলার মৎস্যচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় স্থানীয় পর্যায়ে মাছ চাষে সফল চাষী ও উদ্যোক্তাদের ৭ জনকে পুরস্কার প্রদান করেন আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)
সা/মি এসময়
Leave a Reply