1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:২৬ অপরাহ্ন

দিনাজপুরের খানসামায় আমন চাষে ব্যস্ত কৃষকেরা

মোঃ আতাউর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

খানসামা, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে চলতি মৌসুমে এবারে ২ লাখ ৬০ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চলছে শ্রাবণ মাস, এমাসের শুরু থেকে শুরু হয় বৃষ্টি। ধানা জমিতে জমতে থাকে পানি। বীজতলা থেকে দোগাছি করে আমন চাষিরা।

 

তবে গত কয়েক দিনের টানা তাপদহে শুকিয়ে যায় জমে থাকা প্রায় জমির পানি। এখন চারা রোপন নিয়ে বিপাকে আমন চাষিরা।

জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, আমন চাষিরা ১৫ কেজি ডেপ ও ৫ কেজি পটাস সার ছিটিয়ে জমি তৈরি করছেন। তবে চারা রোপনে পর্যাপ্ত পানি নেই প্রায় জমিতে।

 

কিছু কিছু জমিতে দেখা যাচ্ছে পানি, এসব জমিতে কৃষক চারা রোপন করছেন। আবার যে সব জমিতে পানি শুকিয়ে গেছে তারা জমি তৈরি করে বৃষ্টির পানির অপেক্ষায় আছেন। কেউ কেউ জমির পাশের ডোবা-নালা থেকে সেলো মেশির দ্বারা পানি সেচ দিচ্ছেন।

 

এম.চৌ:/এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It