1. admin@esomoy.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৫৩ অপরাহ্ন

নাগেশ্বরীতে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

মোঃ জেলাল আহম্মদ রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা হাসনাবাদ ইউনিয়নে ব্যাটারি চালিত অটোরিক্সা চার্জ দিতে গিয়ে শাহ আলম (৪৭) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে হাসনাবাদ ইউনিয়নের নিজ বাড়ি হাউসের হাট গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নিহত অটো চালক নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাউসের হাট গ্রামের মৃত ফকর উদ্দিনের ছেলে।

 

 

স্থানীয়রা ও ডাঃ মোঃ সাইদুল ইসলাম জানান, অটো রিক্সা চালিয়ে চলে শাহা আলমের সংসার। প্রতিদিনের মত আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে নিজের অটো চার্জ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাগেশ্বরী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

 

 

 

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্টজনিত কারণে শাহালম নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিলো। তবে তিনি হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেন।

 

 

নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনার খবর আমাদের কেউ অবগত করেননি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহন করবো।

 

 

সা/মি এসময়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It