1. admin@esomoy.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৫ অপরাহ্ন

ঝালকাঠি সড়ক দুর্ঘটনায় বাস চালক মোহন গ্রেফতার

আমির হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝালকাঠি সড়ক দুর্ঘটনায় বাস চালক মোহনকে গ্রেফতারকরা হয়েছে। 

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির সদর থানার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় ‘বাসার স্মৃতি’ নামের যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় বাসেরচালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

 

 

রাজধানী আশুলিয়া থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

 

 

এর আগে গত সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল রাজাপুর থেকে বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেপ্তার করে।

 

 

 

 

 

উল্লেখ্য, গত শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় “বাসার স্মৃতি” নামের যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে যায়।

 

 

 

 

এতে ১৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু। এ ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছেন। এদিকে দুর্ঘটনার কারণ উদঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলিকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিসি।

 

 

 

 

 

এ ঘটনায় সদর থানার এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে একটি মামলা করেন।

 

 

 

 

এরপর থেকেই আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।

 

 

 

 

 

এ মামলায় এখনও গ্রেপ্তার হয়নি বাসের হেলপার আকাশ ওরফে বুলেট।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It