দলীয় কর্মসূচীতে সহযোগীতা চেয়ে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে গেলেন জামায়াত নেতৃবৃন্দ।
নীলফামারী প্রতিনিধিঃ
আগামী ৩০ জুলাই নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল কর্মসূচী পালনে অবগতি ও সার্বিক সহযোগীতা চেয়ে মঙ্গলবার বিকালে নীলফামারী পুলিশ সুপারের নিকট যান জামায়াতে ইসলামী নীলফামারী জেলার ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।
জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি ও নীলফামারী আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুকআব্দুল লতীফ ৬ সদস্য বিশিষ্ট আইনজীবীদের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। এসময় আরও উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক ধর্ম ও সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান আজাদ, সাবেক নির্বাহী সদস্য অ্যাডভোকেট মু. মামুনুর রশিদ পাটোয়ারী, অ্যাডভোকেট আবু সুফিয়ান, অ্যাডভোকেট মুজাহিদ শাহ্, অ্যাডভোকেট মোস্তাক আহম্মেদ প্রমুখ।
জামায়াতের পক্ষ থেকে চিঠিতে উল্লেখ করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার উদ্যোগে নীলফামারী শহরের প্রধান প্রধান সড়কে আগামী ৩০ জুলাই ২০২৩ রবিবার দুপুর ২.০০ ঘটিকায় শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচী পালন করা হবে।
উক্ত কর্মসূচী আমরা সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। বিষয়টি আপনার অবগতি ও শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা কামনা করছি।
পরে গণমাধ্যমের সামনে জামায়াতে সহকারী সেক্রেটারি ও নীলফামারী আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ বলেন, ‘আগামী ৩০ তারিখের কর্মসূচি পালনে প্রশাসনকে অবগত ও সার্বিক সহযোগীতা চেয়ে দরখাস্ত জমা দিয়েছি। তারা আমাদের দরখাস্ত জমা নিয়েছেন এবং পরবর্তীতে আমাদের জানাবেন বলেছেন।
Leave a Reply