বগুরা জেলা প্রতিনিধিঃ বগুড়ায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে জিন্নাহ মিয়া নামে যুবক হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) রাত ৮ টার দিকে সদরের পূর্ব পালশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রধান আসামির নাম জিলহক (২৬)। তিনি সদরের বড় কুমিরা এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।
এর আগে সোমবার (২৪ জুলাই) ভোর ৫ টার দিকে সদরের বড় কুমিরা এলাকা থেকে এই মামলার ২নং আসামি জোবেদা বেওয়া (৫৭) কে গ্রেফতার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক মোঃ জালাল উদ্দিন।
পুলিশের এই কর্মকর্তা জানান, হত্যাকান্ডের পর থেকেই আসামি বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। আসামি ক্ষণে ক্ষণে তার অবস্থান পরিবর্তন করতেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের পূর্ব পালশা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রধান আসামী জিলহককে গ্রেফতার করে।
তিনি আরও জানান, আসামি জিলহককে বৃহস্পতিবার (২৭ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শহরের বড় কুমিড়া এলাকায় জমিজমা সংক্রান্তের জেরে গত সপ্তাহে জিন্নাহর মায়ের সাথে অভিযুক্ত জিলহকের সাথে বাকবিতন্ডা হয়। এ ঘটনা নিয়ে গত রবিবার জিন্নাহ জিলহকের বাড়িতে যেয়ে জানতে চাইলে আবারও বাকবিতন্ডা হয়৷ এসময় জিলহক ধারালো অস্ত্র দিয়ে জিন্নাহকে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ হত্যার ঘটনায় জিন্নাহর মা বাদী হয়ে ২৪ জুলাই বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সা/মি এসময়
Leave a Reply