রাজশাহী ব্যুরো : ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার রাজশাহীর ৯ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ জুলাই) বাদ মাগরিব রাজশাহী মহিলা কলেজের সামনে থেকে এ মিছিল বের হয়। সোনাদীঘির মোড় হয়ে সাহেববাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী ঐতিহাসিক ভুবনমোহন পার্কে এসে সমাবেশ করেন বিএনপিকর্মীরা।
এ সময় মিলন নেতাসহ সব রাজবন্দির মুক্তি ও এ সরকারের পদত্যাগসহ অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাস্তি দাবি জানান। সমাবেশে বিএনপিরকর্মীরা বলেন, বিএনপির সমাবেশের কথা শুনে এবং নেতাকর্মীদের ঢাকায় আগমন দেখে এ সরকার ভীত হয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। যতই গ্রেপ্তার, হামলা ও মামলা করা হোক বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না। যেকোনো মূল্যে এ সরকারের পতন ঘটানো হবে। মিলনসহ অন্য নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি না দিলে রাজশাহীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি বোয়ালিয়া থানার সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, শাহ মখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকোসহ আরও অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ ৯ নেতাকে আটক করে ডিবি পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সা/মি এসময়
Leave a Reply